বন্ধন
Picture Credit: Nuran Durdany |
আজকের
শিরোনাম কি হবে বুঝতে পারছিলাম না। এই মুহূর্তে অনেক ক্লান্ত। মনের মধ্যে একরাশ
অসুখ গ্রাস করছে। আজ শেষ দেখার আগের দেখা করে এলাম! বুঝতে পারিনি এতগুলো বছর এক
সাথে কাটালাম কি করে! আগে কখনো ভাবনায়
আসেনি যে একটা সময় কেউ আর চেনা থাকবো না, অচেনা হয়ে যাবো। শেষ সময় গুলো ঠিকই
সত্যিটা বলে দিচ্ছিল!!
আজ
সবাই একসাথে অনেক কিছু করলাম। সবাই সবাই কে খাবার খাইয়ে দিলাম। এক কামড় করে মিষ্টি,
কেক আরও কত কি! আমাদের এই দিনে যে শুধু
নিজেরা একটু একটু করে খেয়েছি, আনন্দ করেছি তাই নয় সবাই মিলে গরিব বাচ্চাদের খাওয়ালাম-খাবার
দিলাম তাদের। সব পথ শিশুগুলো আপু আপু বলে চিৎকার করতে থাকলো। আমাদের সবার নজর ছিলো
তাদের দিকে কেউ যাতে খাবার ভাগে কম না পায়। সমান সমান করে সব খাবার তাদের ভাগ করে
দিলাম। সবাই কাজ শেষ করে, সব ঠিক-ঠাক করে বের হয়ে একে একে
বিদায় নিচ্ছে। আমি সব গুছাচ্ছি। এক সময় দেখলাম রুমে আমরা চারজন আছি। এক এক করে সবাই
চলে গেছে। কারো সাথে যোগাযোগ করার জন্য নাম্বার নিতে পারলাম না; শেষে সিল্ক উল্টোর
এর নাম্বারটা আমি টুকে রাখি। কিন্তু কোথায় লিখব কাগজ খুঁজে পাচ্ছিলাম না। হাতে
লিখে নিলাম। রূম থেকে বের হলাম তিন বন্ধু একসাথে। চশমুস কে বিদায় দিলাম। আমি আর
বুনো রিক্সা ঠিক করলাম। রিক্সায় বসে বেশ কিছু সময় চুপ ছিলাম। কারো কিছু বলার নেই। মনের
মধ্যে কাজ করল বন্ধুত্ত্বের বন্ধন কে হারিয়ে ফেলার বেদনা। বুনো কি উপলদ্ধি করতে
পারছিলো? আসলে আমি বুঝতে পারিনি তার ভাবনা গুলো। আজ আমরা
সবাই ক্লান্ত। আমাকে নামিয়ে দিয়ে বুনো চলে গেল।
আজ
অনেক হাসলাম, একসাথে শেষ কাজ গুলো করলাম মজা করলাম। যাওয়ার আগে ভালো থেকো বললাম। সবাই
যে যার যার মত যার যার গন্তব্যে চলে এসেছি বোধ হয়। সবার মাঝে একটা বন্ধনের মায়া
জড়িয়ে গেল। একটা জিনিষ ভেবে ভালো লাগছে , শেষ দিন পর্যন্ত
আমাদের সবাই বেষ্ট বলল। আবার দেখা হবে বলেতো সবাই বিদায় নিলাম, আসলেই কি আবার দেখা
হবে?? হয়তো বা না!!
( ৭বছর
পর ঘটনা গুলো পড়তে বসে মনে হলো একটা কোট লিখে রাখি; যেটা এই মুহুর্তে উঁকি দিচ্ছে;
‘বন্ধন’ আমার স্কুলের শেষ বিদায়ের গল্প, হ্যাঁ সিল্ক
উল্টোর নাম লিজা; একমাত্র ওর সাথেই কলেজে আমার দেখা হয়েছে। ঘটনাটা আজ পড়ে মনে
হচ্ছে পুরোটাই কাকতালীয়! কারণ এতো ক্লাসমেটের মধ্যে শুধু লিজার নম্বরটাই নিয়েছিলাম
এবং পরে কলেজে কাজেও আসে । যদিও লিজার সাথে দেখার হবার পর্বটা ঐ কলেজেই শেষ! পুরোন
মানুষদের সাথে নতুন করে দেখা হবার ইচ্ছে একটা সময়ে জন্ম নিলেও এই বর্তমানে এসে কোন
ইচ্ছে নেই। যে যেখানেই আছে ভালো থাকুক, এইটুকুই প্রার্থনা...)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন