সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বৈশিষ্ট্য

লালচে সন্ধ্যা শেষে...

Photo Credit: Joita Humayra আগ্রহ করে ছিলে আজ  তাই  মিথ্যে বলে গল্প করতে এসেছি। সময় চাইলে তাইতো ক্ষণিক আলোয় তোমার চোখে চোখ রেখেছি। তুমি মৃদু হাসলে আমিও তোমার মতো একই হাসির রেখা টেনে নিলাম।  তোমার চোখে আসর জমিয়ে  অনেক দৃশ্য আঁকলে আর আমি সেই চোখদৃশ্যে দেখে নিচ্ছিলাম অসংখ্য পরিচয়হীন মুখের আনাগোনা।  চোখের দিকে পলকহীন ভাবে তাকিয়ে রইলাম।    গল্প বলতে বলতে তোমার তৃপ্তিময় উচ্ছ্বাস আমার ভেতরটাকে আস্তে আস্তে পাথরে পরিণত করল। তুমি তোমাকে আড়াল করছিলে আর আমি তোমার ভেতরের তুমিটা কে খুঁজছিলাম , একটা সময় এসে তুমি ধরা পড়লে।  তোমার গল্প বলার ভঙ্গির দিকে তাকিয়ে এক মুহূর্তেই আবিষ্কার করলাম তোমার ঠোঁট শীতল নরম !   আমি তোমাকে জিততে দেবো বলেই লুকোচুরি খেলায় হেরে গিয়ে, অন্যদিকে চোখকে সরিয়ে নিলাম। এতোকাল গল্প শোনানোর জন্য মনের মতো কাউকে পাওনি বুঝি , তাইতো গল্পগুলো প্রকাশের অপেক্ষায় তুমি খুব ক্ষুধার্থ। তোমার দর্শনে মেঘকে ক্যানভাস করে অনুভূতির প্রলেপে দৃশ্যগুলো সাজাচ্ছো। তোমার বাইরের মানুষটা কে নিয়ে তোমার ভীষণ রকম কৌতুহল। আমার কাছে যখন জানতে চাইলে তোমার সম্পর্কে আমার ভাবনাগুলো,  তখন আমি তোমার ভেতরের

সাম্প্রতিক পোস্টগুলি

অসমাপ্ত গল্প

ভাঙ্গন

তুমি একজন!

সমাপ্তি

ভালোবাসার কালো থাবা!

অরুণ

পু-ন-ম

অচল স্টেশন

ছুটে চলি

অন্ধকারের প্লাবন