তুমি একজন!

Picture Credit: Nuran Durdany


সব কিছু বুঝেও যখন না বুঝার ভান করেছো তখন বলবো তুমি সত্যি বড় অসহায়। জানি তোমার নিজের প্রতি তোমার অনেক বিশ্বাস কিন্তু কোন দিন সেই বিশ্বাস কে পরিমাপ করেছো কিনা জানা নেই। করে দেখতে পারো, দেখবে তোমার মাঝে সেই আত্মবিশ্বাসটাই নেই!

নিজেকে নিয়ে যতটুকু ভাবো, ঐ ভাবনা গুলো বাদ দিয়ে তুমি যদি একটু পায়ের নিচে তাকাতে, দেখতে ছোট ছোট প্রাপ্তির ভেতর তুমি আজ সবচেয়ে ভালো আছো। জানি তুমি সৎ, কিন্তু একবার ভেবে দেখবে কতটুকু মর্যাদা রাখতে পারো নিজের?

তুমি কোন কিছু পাওয়ার আশা করো না, তাই বলে কি অন্যকে বঞ্চিত করবে? তুমি খেলে যাচ্ছো যেই খেলাটা আজ তোমাকে খুব বেশি আর্কষন করে। খেলতে খেলতে তোমার মাঝে সেই একই খেলার নেশা চলে এসেছে। তাই তো অন্য খেলারা আজ তোমার কাছে ভয়ের কারণ! কি, হেরে যাবে বলে? পুনঃআত্মদহন?

সময়ের সাথে রঙ্গিন দৃশ্য মলিন হয়ে যায়, জীবনটা পূর্ণ প্রাপ্তির জন্য ততোটা সহজ নয়। ছোট ছোট ভালো লাগার অনুভূতিকে যদি গুরুত্বহীন ভাবো তাহলে তুমি যা স্বপ্ন দেখাচ্ছো নিজেকে, সব একদিন হারিয়ে যাবে। তুমি শুধু জানবে তুমি ছিলে কিন্তু এর বেশি কিছু নয়। আসলে যতো যাই কিছু ভাবো আদর্শ দর্শনে, তুমি বরাবরই স্বার্থ ছাড়া অর্থহীন কেউ! ঝুঁকিটা সবখানেই। পরিস্থিতি শেখায়। তাই তো রোজ বেঁচে থাকতে হবে সব ভালো কিছুকে নিয়ে। সুন্দরকে নিজের করো রাখো। একান্ত নিজের জন্যে।

জানি তোমার মেকিতা নেই, তবে এই রঙ্গমঞ্চে কোথায় ফেলবে নিজেকে? একটু ভাবলেই উত্তর খুঁজে পাবে। হয়তো ঐ হাজারোও তুমির ভিতরে, তুমি একজন!



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ