তবে স্নান করে নেব তোমার চোখে আসন্ন বরষায়---ত্রিমাত্রা'র গান

Picture Credit: Nuran Durdany 

ত্রিমাত্রার' বৃষ্টির ধরণী গানটা ভীষণ রকম প্রিয়। তাই নিজের কাছে রেখে দেয়া। আমরা হয়তো আত্মমগ্ন স্নানের ভেতর আত্মিক মানুষের খোঁজটা করি, যে মানুষটার জন্য এক পৃথিবীকে উৎসর্গ করতে কোন দ্বিধাই কাজ করবে না।

“আমি সুখের বদলে দু:খ নেব না
তোমাকে পারি নিতে
আমি আমার বদলে
আগুন নেব না
বৃষ্টির ধরনীতে।

যদি সারাদিন ধরে মেঘ চেয়ে চেয়ে
ফিরেই চলে যাই
তবে স্নান করে নেব তোমার চোখে
আসন্ন বরষায়...।

কত অজানা কুয়াশা
মেঘ হয়ে হয়ে ডেকেছিল বার বার।
কত অলীক চোখেরা স্বপ্ন দেখালো
বৃষ্টি হয়ে যাবার।

আমি ঠাঁয় বসে আছি আমার পথের আঁধার সামনে
শুধু এঁকে বেঁকে চলে স্বপনের ধারা আমার ধরনীতে।
যদি সারাদিন ধরে মেঘ চেয়ে চেয়ে
ফিরেই চলে যাই
তবে স্নান করে নেব তোমার চোখে
আসন্ন বরষায়...।

তুমি চলে যেতে পার
আকাশের বুকে
যেখানে মেঘেরা শান্ত।
তুমি মুড়ে দিতে পার
বরষা তীর দিয়ে মেঘেদের জল প্রান্ত।

আমি চোখ বুজে বুজে ভেবে নেব
আজ আকাশের ক্লান্তি
আসেনি মেঘেরা আমাকে ভেজাতে
আসেনি আমাকে নিতে।

যদি সারাদিন ধরে মেঘ চেয়ে চেয়ে
ফিরেই চলে যাই
তবে স্নান করে নেব তোমার চোখে
আসন্ন বরষায়...।”

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ