সাঁঝবাতি
Picture Credit: Nuran Durdany |
#অসুখ
খসে খসে পড়ছে মৃত কোষ গুলো ঠিক মাছের আশের মতো, নখ দিয়ে খুটে খুটে তুলে ফেলা যায় আমার শরীরের কুঁচকে যাওয়া রসহীন চামড়া। একটু একটু করে তুলতেই ভিতরে আবরণ কেমন লালচে হয়ে যায়। কি যে বীভৎস গন্ধ। অথচ কত যত্ন করতে হয় এই যন্ত্রণা কে!
খসে খসে পড়ছে মৃত কোষ গুলো ঠিক মাছের আশের মতো, নখ দিয়ে খুটে খুটে তুলে ফেলা যায় আমার শরীরের কুঁচকে যাওয়া রসহীন চামড়া। একটু একটু করে তুলতেই ভিতরে আবরণ কেমন লালচে হয়ে যায়। কি যে বীভৎস গন্ধ। অথচ কত যত্ন করতে হয় এই যন্ত্রণা কে!
#সুখ
ছেলেবেলার দেয়াল ঘেঁষে অস্তিত্বহীন রং গুলো যখন খসে খসে পড়তো কিংবা খেলার ছলে খুটে খুটে তুলতাম, শ্যাওলা জড়ানো একটা ঘ্রাণ পেতাম তার গায়ে। ভালো লাগত, আমি মন ভরে ঘ্রাণ নিতাম। ভালো লাগত খুব...
ছেলেবেলার দেয়াল ঘেঁষে অস্তিত্বহীন রং গুলো যখন খসে খসে পড়তো কিংবা খেলার ছলে খুটে খুটে তুলতাম, শ্যাওলা জড়ানো একটা ঘ্রাণ পেতাম তার গায়ে। ভালো লাগত, আমি মন ভরে ঘ্রাণ নিতাম। ভালো লাগত খুব...
#সাঁঝবাতি
এক একটা সন্ধ্যা যখন মিটমিট করে জ্বলে থাকা নিষ্পাপ প্রদীপ হয়ে যায়। রাত নেমে এলে মস্তিষ্কে মানসিকতা আর মানবিকতার তুমুল বিতর্কের দোটানার বৃত্তে ঘুরপাক খায়। তখন নিয়মের মধ্যরাত, নিথর চোখ জোড়া কিছু ঘুম কিনে খায়। বাঁচাতে নয় পালাতেও নয় বরং কিছু অপ্রাসঙ্গিক আয়োজনে...
এক একটা সন্ধ্যা যখন মিটমিট করে জ্বলে থাকা নিষ্পাপ প্রদীপ হয়ে যায়। রাত নেমে এলে মস্তিষ্কে মানসিকতা আর মানবিকতার তুমুল বিতর্কের দোটানার বৃত্তে ঘুরপাক খায়। তখন নিয়মের মধ্যরাত, নিথর চোখ জোড়া কিছু ঘুম কিনে খায়। বাঁচাতে নয় পালাতেও নয় বরং কিছু অপ্রাসঙ্গিক আয়োজনে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন