অলঙ্গনীয় স্বাদ
Picture Credit: Nuran Durdany |
সত্যিই
হারিয়ে যেতে পারতে... প্রকৃতিকে ভালোবাস বলেই বৃষ্টি কে পারতে তোমার করে রাখতে।
মেঘ কে বলতে পারতে তোমাকে নিয়ে যেতে মেঘের দেশে, স্বপ্ন কে বলতে পূরণ করে দিতে
স্বপ্ন গুলোকে, আকাশের তারা কে বলতে তাদের হাসি গুলোকে গুনে দিতে, চাঁদ কে
বলতে সারা রাত তোমার সাথে জেগে থাকতে আর ঘুম পরীকে বলতে ঘুম পাড়িয়ে দিতে। কিন্তু
পারলে না তো!
জানি
এখন তোমার হাসিগুলো অনেক মলিন, তার সাথে তোমার গল্প গুলো মিথ্যে ছিলো। কাঁদতে পেরেছিলে কি? তুমি জানবে না সে কতখানি
কেঁদেছিল! সে জানে না কেন তুমি ওমন করেছিলে। আমি বুঝলেও বলিনি কিছু, শুধুই থামিয়েছি!
কেন ওমন করেছো? মুক্তি চেয়ে ছিলে তাই না? অস্পষ্টতার বাঁধনে তুমি তো তাকে মুক্তি দিলে না! কেনো এমন করলে? সে তোমাকে মুক্ত করে দিয়েছে, তুমি উড়ে যাও কতদূর উড়বে... কতদূর যাবে...
সত্যি
বলছি তুমি হারিয়ে যেতে পারোনি! তুমি কোনদিন পারবেও না। মনে রেখো অলঙ্গনীয় স্বাদ
ছাড়া হারিয়ে যাওয়ার কোন পথ এই পৃথিবীতে খুঁজে পাবে না কোনদিন... মিলিয়ে নিও...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন